
জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে ও জাতীয় ঐক্যের আহবানে আজ সারা দিন ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকে।
শুরুতে নাসিরনগর উপজেলার অফিসার্স ইন সার্চ জনাব খাইরুল আলম ও পুলিশ পরিদর্শক তদন্ত হাসান জামিল খান নাসিরনগর থানা তদন্ত অফিসার এর কাছে নাসিরনগর উপজেলা জাকের পার্টি সভাপতি জাকির হোসেন চৌধুরীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও ইসলামী মহাসম্মেলনের দাওয়াত করা হয় এ সময় দাওয়াত নামা সাদরে গ্রহণ করেন ও জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও কোসল বিনিময় করেন তার পর নাসিরনগর উপজেলার নাসিরপুর দরবার শরীফের সাহেবজাদা সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ সাহেব ও সৈয়দ নওশাদ সাহেব ও হযরত সৈয়দ শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি মাজারের খাদেম দাওয়াত গ্রহণ করেন তারপর নাসিরপুর সৈয়দ ফজলুল করিম সাহেবের মাজারের খাদেম দাওয়াত নাম গ্রহণ করেন বেরুইন দরবার শরীফ এর পীর সাহেব দাওয়াত গ্রহণ করেন ও সৈয়দ বাকুম শাহ রহমাতুল্লাহ আলাই বেরুন এর মাজারের খাদেম দাওয়াত নামা গ্রহণ করেন ও ভোলা কোট ওমাজারে দাওয়াত দেওয়া হলো তার পরে গাউছিয়া আজিজ সিরাজিয়া দরবার শরীফের পীর সাহেব দাওয়াত মামা গ্রহণ করেন ভুবন আব্দুল্লাহ হুজুরের মাজারে দাওয়াত নামা গ্রহণ করেন খাদেম দয় ও নাসিরপুর দরবার শরীফের একান্ত খাদেম ফকির জুড়ুসা দাওয়াত নামা গ্রহণ করেন এমনি ভাবে নাসিরনগর উপজেলার প্রত্যেকটি দরবার শরীফ খানকা শরীফ সর্বস্তরে দাওয়াতি কার্যক্রম চলমান।