ইয়াবাসহ তজুমদ্দিনের সহকারী প্রকৌশলী গ্রেপ্তার
খন্দকার নিরব, ভোলাঃ
পটুয়াখালীর দশমিনায় ইয়াবা কেনাবেচার সময় এক সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ বগুরা গ্রামের বাচ্চু গাজী (৫০) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন বাউফল সদরের সাইদুর রহমান (৩৮), কালাইয়া গ্রামের মারুফ বিল্লাহ সুমন (৪৫) ও বাচ্চু গাজী।
গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে সাইদুর ভোলার তজুমদ্দিন উপজেলার সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী। বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন উপজেলার উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ওই তিনজনকে আটক করার পর বাচ্চুর ঘর তল্লাশি করে ১১৫টি, সাইদুরের কাছ থেকে ১০০টি এবং সুমনের কাছ থেকে ১০৭টি ইয়াবা জব্দ করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২২টি ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।