বগুড়া শাহজাহানপুর বেপরোয়া গতিতে ট্রাক চলাচলে অতিষ্ট এলাকাবাসী
আপেল মাহমুদ গাবতলি ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের শৈলধুকড়ী গ্রামের রাস্তার পাশের চিত্র এটি।এই রাস্তা যেন এরকম দুর্ঘটনা নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে। খোঁজখবর নিয়ে জানা যায় বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের শৈলধুকড়ী গ্রামে আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আসাদুজ্জামান অটল ও আরাফাত রহমান কোকো সংগঠনের শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানার একটি বালুর পয়েন্ট আছে। যার কারণে গ্রামের এই ছোট্ট রাস্তা দিয়ে অসংখ্য ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করতেছে। বিগত সময়ে শুধু রাতের বেলা এই ট্রাকগুলো চলাচল করলেও তাহা এখন দিন ও রাত সব সময় চলাচল করতেছে। যাহার কারণে এই গ্রাম সহ আশেপাশের গ্রামের মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। এই প্রভাবশালী নেতাদের কারণে ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাফেরা করে একাধিকবার দুর্ঘটনা ঘটালেও গ্রামের সাধারণ মানুষ তার প্রতিবাদ করলেও কোন প্রতিকার পায়নি বরং তারা বিভিন্ন হুমকি ধামকে শিকার হয়েছে। এছাড়া গ্রামের এই ছোট্ট রাস্তাটির মারাত্মক ক্ষতি হচ্ছে গ্রামের সাধারণ মানুষ ও সচেতন মহল এ বিষয়ে তীব্র নিন্দা ও খুব প্রকাশ করেছে