
ঝিনাইদহ ক্লাবের নির্বাহী পরিষদের প্রথম মাসিক সভা
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ ক্লাবের নির্বাহী পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২শে জানুয়ারী বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক ও ঝিনাইদহ ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক এনামুল হক নিলু, নির্বাহী সদস্য এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, নির্বাহী সদস্য আলমগীর হোসেন আলম, নির্বাহী সদস্য তোফাজ্জেল হোসেনসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। আলোচনা সভায় ঝিনাইদহ ক্লাবের মান উন্নয়নে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।