যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসানকে মাত্র ১১ দিনের মাথায় ওএসডি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম। রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষামন্ত্রণালয়।
রবিবার (১৯ জানুয়ারি) অধ্যাপক খন্দকার কামাল হাসানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওএসডি চেয়ারম্যান কামাল হাসানের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে। ওই সময় তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন।
জানতে চাইলে খন্দকার কামাল হাসান ওএসডির সত্যতা স্বীকার করে বলেন, ‘কেন আমাকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আবার কেন ওএসডি করা হলো বলতে পারছি না। তবে সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি সাধারণ রুটিন।’