রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তক বোর্ডের সামনে হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি থেকে একটি মিছিল শুরু করলে এ ঘটনা ঘটে।
জানা যায়,দুপুরে সাধারণ ছাত্র-জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষাভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ইভান তাহসিব, মারুফ হাসান ভূঁইয়া, সুমাইয়া আক্তার নামে তিন শিক্ষার্থীসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ সময় আহত হন– ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন সুব্রত (৫৪), নেবুলা (২৫), ঢাবির শিক্ষার্থী ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩),পঙ্কজ নাথ (৩০) ও বাবুল (৩৫)।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুপুরের দিকে সাংবাদিকসহ সাতজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।