কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি সন্ধ্যার পরপর দুই ঘন্টাব্যাপী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রলীগের বিরুদ্ধে লাঠিসোটা হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ইউনিয়ন ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের।
মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (বাছন), সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মুহাম্মদ ডালিম, যুবদল নেতা রাসেল মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বি, কৃষকদল নেতা মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন ছাত্রদলের
যুগ্ম সাধারণ সম্পাদক রহিল, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি রিয়াজুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ।