যশোরে ড. মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলী পুলেরহাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটেছে।
আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ।
আহতরা জানান, শুক্রবার রাতে তারা পুলেরহাটে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এসময় সড়কের উপরে মানুষের ভিতরে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এসময় মানুষের ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে অনেকেই আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
দূর-দূরান্ত থেকে হাজারো মুসল্লি আজহারির বয়ান শুনতে ভিড় জমিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, মাহফিলের আজকের দিনে ৫ লাখেরও বেশি মানুষ সমবেত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যশোর নয়, আশ-পাশের জেলা ও দূরবর্তী স্থান থেকেও বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহনে মানুষ আসছেন। বিশেষ করে আন্তজার্তিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজাহারির আসার খবরে মাহফিলপ্রাঙ্গনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমি ছাড়াও আশপাশের আরও প্রায় ২০০-৩০০ বিঘা জমি নিয়ে তৈরি করা হয়েছে বিশাল মাহফিল মাঠ। মাহফিলের কার্যক্রম প্রত্যক্ষ করার জন্য ১৮-২০টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, যাতে মাঠে জায়গা না পেলেও আশ-পাশের মুসল্লিরা আলোচনা শুনতে পারেন। নারীদের জন্য পৃথক বসার স্থান এবং ইসলামী শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানান, অন্তত ৪০ জন আহতের ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।