
বিরামপুরে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন
মোঃ রেজুয়ান কবির, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখির বদলির আদেশ বাতিল করে স্বপদে পুনর্বহালের দাবিতে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিরামপুর প্রেসক্লাবের সামনে এলাকাবাসী, ব্যবসায়ী ও ছাত্র-জনতা সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ব্যবসায়ীদের পক্ষে রায়হান কবির জনি এবং ছাত্র-জনতার পক্ষে আকবর আলী ও সাদিয়া আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সময়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান একেবারে নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। হাসপাতাল এলাকার চারপাশ ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছিল। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে সাধারণ মানুষ প্রাইভেট ক্লিনিক গুলোতে যেতে বাধ্য হতো। ডাঃ গোলাম রসুল রাখি মাত্র ৭ মাস পূর্বে বিরামপুর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে আসার পর থেকে হাসপাতালের পূর্বের চিত্র বদলে যায় এবং সেবার মান উন্নত হতে থাকে। বিভিন্ন টেস্টের জন্য মেশিন ও সরঞ্জামাদি স্থাপন, প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে সেগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাকে বিরামপুর উপজেলা থেকে বদলির অপপ্রয়াস চালাচ্ছেন। আর সেজন্য তাঁর বদলির আদেশ বাতিল করে স্বপদে পুনর্বহালের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। অনতিবিলম্বে তাঁর বদলির আদেশ স্থগিত করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়।