তজুমদ্দিনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গোল্ডকাপ নাইট শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন
খন্দকার নিরব, ভোলাঃ
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম নাইট গোল্ডকাপ শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট” উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল ও মহাজন ক্রিয়া পরিষদের আয়োজনে উপজেলার কালিবাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন, তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক ফখরে আজম পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে ফখরে আজম পলাশ বলেন, দেশের নতুন প্রজন্মকে মাদক ও অন্যান্য অসামাজিক কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই, সুন্দর সমাজ গড়তে ও বিভিন্ন সামাজিক কাজ করতে তরুণদের এগিয়ে আসতে হবে। এতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন তিনি।
চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক বশির উল্লাহ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম.এ হালিম, উপজেলা যুবদল নেতা ও ক্রিয়াসংস্থার সদস্য জাবেদ হোসেন দীপু, উপজেলা যুবদল নেতা মোঃ আল আমিন, তজুমদ্দিন উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক শাহীন আলম অভি, মোঃ হুমায়ুন, সোহেল তানভীর, শাহরিয়ার সেজান, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব প্রমুখ।