লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে পংকজ রায় (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ভাদাই ইউনিয়নের বৈরাগির ভিটা এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। পংকজ রায় ওই এলাকার প্রফূল্য চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, ১ ডিসেম্বর অনুষ্ঠিত একটি ধর্মীয় আলোচনা সভার পর পংকজ ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট করেন। এ ঘটনায় কমলাবাড়ী চরিতাবাড়ী এলাকার মুহিব্বুল্লাহ নামে এক ব্যক্তি থানায় মামলা করেন।
অভিযুক্তকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।