হারুনর রশীদ, স্টাফ রিপোটার।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে তেজগাঁও থানায় পুলিশ, ছাত্র-জনতা ও তেজগাঁও থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশকে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে হবে। পুলিশ যত বেশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, সাধারণ মানুষের কাছ থেকে তত বেশি সহযোগিতা পাবে।
তিনি বলেন, আমরা পুলিশকে সত্যিকারের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে রাজধানীর প্রতিটি থানায় জনগণের মতামত গ্রহণের জন্য পুলিশ, ছাত্র-জনতা ও থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন চলমান রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও তেজগাঁও থানা এলাকার নাগরিকদের অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।