ভোলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রিয়াজ ফরাজি
ভোলায় র্যাব-৮ বরিশালের একটি অভিযানিক টহল অভিযানে চালিয়ে মো.ইমদাদুল হক মিলন (৪৬) পিতা-মো. মুনাফ(মন্নান) নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা র্যাব-৮ বরিশালের একটি অভিযানিক টহল দল লেঃ মো. শাহরিয়ার রিফাত অভি ও ক্যাম্প কমান্ডার র্যাব ভোলা এর নেতৃত্বে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। যার বিশেষ দায়রা নং ৯৯/১৬,কাফরুল থানা মামলা নং ৯(৭)০৮ এর ভোলার বিশিষ্ট মাদক ব্যবসায়ীকে ভোলা সদর তিন খাম্বার মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমদাদুল হক মিলন ভোলা সদর,সাং রুহিতা আলী নগর, এর মুন্নাফ মন্নান এর ছেলে। পরে গ্রেফতারকৃত আসামি কে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।