ইসকন নিষিদ্বের দাবিতে ভাষানটেকে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সমাবেশ।
মো: সুরুজ
স্টাফ রিপোর্টার
রাজধানীর ভাষানটেক এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত( ইসকন) নিষিদ্ধ করন এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচারের দাবিতে আজ (শুক্রবার) জুমমার নামাজের পর ভাষানটেক এলাকা থেকে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ একটি মিছিল নিয়ে মিরপুর ১৪ নং গোলচত্তর এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের আলহাজ আব্দুল লতিফ ফারুকী, মুফতি মোহাম্মদুল্লাহ আনসারী, মাওলানা শাহাদাত হোসেন এমদাদী, মুফতি আবুল কালাম আজাদ আনসারী এবং মুফতি আব্দূর রফ ফরিদি। বক্তার তাদের সংক্ষিপ্ত বক্তব্য বলেন সকল মুসলিম ভাইদেরকে একসাথে নিয়ে তারা এ দেশ থেকে ইসকনকে একবারে বিলুপ্ত করে দিবেন। এজন্য সকল মুসলিম ভাইদের একসাথে ইসকনের বিরুদ্ধে একসাথে ঐক্য গড়ে তোলার আহবান জানান।
জামিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসার আলহাজ আব্দুল লতিফ ফারুকী বক্তবে আরো বলেন ইসকন দেশের সকল মুসল্লীর বিরুদ্ধে সড়যন্ত্র করছেন তাই তিনি বর্তমান সরকারকে এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষনার দাবী করেন এবং নিহত এ্যাডভোকেটের জন্য দোয়া প্রর্থনা করেন।