বিশেষ সংবাদদাতা
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও একজন। গতকাল রবিবার ৩ নভেম্বর রাত ৯ টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০) ও মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮)। এছাড়াও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টনমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন যুবক নিহত হন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরেক যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এছাড়াও একজনের অবস্থা আশংকাজনক। এছাড়াও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।