মো. আসাদ উল্লাহ, ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পার্টির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মেইন গেইটে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদস্বরূপ একটি পত্রিকা পুড়িয়ে ফেলা হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মণ্ডল, রাব্বানী ও রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ”জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছে। তাদের বিচার করতে হবে। ভারতের দালাল প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আবু সাঈদ ও মুগ্ধ ভাইদের আত্মত্যাগ ভুলিনি, রাজপথেই এর সুষ্ঠু সমাধান করব।”
বক্তারা আরো উল্লেখ করেন, জাতীয় পার্টি স্বৈরাচারী সরকারে অনুগত বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে চেয়েছিল। এখন তাদের সেই সুযোগ চলে যাওয়ায় তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদের দোসর হিসেবে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের সব ষড়যন্ত্র ছাত্র-জনতা রাজপথে থেকে প্রতিহত করবে। তাদের বিচারের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।