বিরামপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
মোঃ রেজুয়ান কবির, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে পালিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সমবায় অফিসার রকিবুল হাসান, বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বাদশা মোহাম্মদ নাজ্জাসী, ধানজুড়ি মিশন সমাবায় সমিতির সভাপতি হিলারিইজ হেবব্রম, সমবায় সমিতির সদস্য কেরবীন হেমব্রম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সমবায় সমিতির সদস্যবৃন্দ ও সুধীবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।