আওয়ামী লীগকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সোমবার (২৮ অক্টোবর) সকালে এ রিটটি দায়ের করেন তারা।
রিটে আওয়ামী লীগ যাতে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সারজিস আলম জানান, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো রিট হয়নি। বরং দলটির তত্বাবধানে অনুষ্ঠিত হওয়া ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিভিন্ন সময়ে পাওয়া সুবিধা কেন ফিরিয়ে দেয়া হবে না, সে বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।