শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শেরপুরে নিহত শহীদ সবুজ মিয়া এইচএসচি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শ্রীবরদী সরকারি কলেজে মানবিক বিভাগ থেকে সে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসি’র ফল প্রকাশ হলে তথ্যগুলো জানা যায়। তার কৃতকার্যের খবরে পরিবার, শিক্ষক ও সহপাঠিদের মাঝে আনন্দের পরিবর্তে আবারো শোকের ছায়া নেমে এসেছে। শহীদ সবুজ মিয়া শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপারপাড়া গ্রামের আজহার আলীর ছেলে।
জানা যায়, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন সবুজ মিয়া। পরবর্তীতে তাকে নিজ এলাকায় দাফন করা হয়