পাবনার চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম মোজাহারুল হক মারা গেছেন।
আজ বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় কাজীপাড়া মহল্লায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। আজ বাদ আসর চাটমোহর শাহী মসজিদে তার জানাজা নামাজ শেষে তাকে শাহী কবরস্থানে দাফন করা হবে। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হবে।
উল্লেখ্য, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সাথে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুক্তিযোদ্ধা গাজী মোজাহারুল হক।