ঢাকার বংশাল থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার
সেপ্টেম্বর ২, ২০২৪
মোঃ সুরুজ
ঢাকা- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ঢাকার ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা অভিজান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কোটাবিরোধী আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের সমর পুলিশ ও আওয়ামিলীগের দলিয়ো বাহিনীর গুলিতে ছাত্র জনাতা নিহতের একাধিক মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করাহয়। গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সময় হাজী সেলিমও আত্মগোপনে চলে যান এই সাবেক সংসদ সদস্য। এ ছাড়াও পুরান ঢাকায় হাজী সেলিমের বিরুদ্ধে জমি জমা সহ ও ভবন দখলের অভিযোগও রয়েছে।
মো. রবিউল হোসেন ভুঁইয়া ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) জানিয়েছেন তাকে বর্তমানে সাম্প্রতিক ঘটে যাওয়া হত্যা মামলার আসামি হিসেবে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অন্যান্ন মামলাও রয়েছে।