ডুমুরিয়া বিএনপি’র আহবায়ক পদ থেকে মফিজকে অব্যাহতি
তারিকুল ইসলাম আলভী
১ সেপ্টেম্বর ২০২৪: দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক পদ থেকে মোল্লা মোশাররফ হোসেন মফিজকে অব্যাহতি দেওয়া হয়েছে। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মোল্লা মোশাররফ হোসেন মফিজকে ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, তিনি খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি দলীয় শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি পূর্ণরূপে বাস্তবায়ন করছে।