নিজ এলাকায় বসবাসই চ্যালেঞ্জ: মিঠুর চাঁদাবাজি রুখতে আরাফাতবাসীর প্রতিবাদ
তারিকুল ইসলাম আলভী
খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরাফাত আবাসিক এলাকার বাসিন্দারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তবে তাদের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এস এম আরিফুর রহমান মিঠুর ভূমিদস্যুতা ও চাঁদাবাজি থেকে মুক্তি চেয়ে তারা শনিবার (৩১ আগস্ট) সকালে ময়ূর ব্রিজ বাইপাস সড়কে মানববন্ধন করেন।আরাফাত আবাসিক শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বাসিন্দারা অভিযোগ করেন, প্রকল্পের মালিক মিঠু নিজস্ব বাহিনী দিয়ে তাদের জমিতে কাজ করার স্বাধীনতা হরণ করছেন। নতুন আইন প্রণয়ন করে জমিতে বাড়ি নির্মাণ বা বালু ভরাট করতে গেলে প্রকল্প থেকে অনুমোদনপত্র বাধ্যতামূলক করেছেন। অনুমোদন ছাড়া কাজ চালালে তা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তাছাড়া, বালু ভরাটের জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে বাসিন্দাদের ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে।মানববন্ধনে বক্তারা আরিফুর রহমান মিঠুর সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও মাদক বিক্রেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাসের নিশ্চয়তা চেয়েছেন।আরাফাত আবাসিক শান্তি শৃঙ্খলা কমিটির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর মাহমুদুল্লাহ, অধ্যাপক মাসুদা সুলতানা, অধ্যাপক জাকির হোসেন, আলম গাজী, আলী মোর্তজা, শামীম আহম্মেদ রাজ্জাক, আব্দুর রশিদ সানা, আব্দুল বারেক মোল্লা, লেয়াকত আলী মোল্লা, শেখ ইখতিয়ার হোসাইন সেবা, সোহেল আহম্মেদ, আসাদুজ্জামান নেছার, ডাঃ জাকির হোসেন, আব্দুর রশিদ মল্লিক, মোহাম্মাদ রুহুল আমিন, মোঃ আলম, ফিরোজ আহম্মেদ, মোঃ মামুন, আক্তার আহম্মেদ সুজা, তুহিন মোল্লা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান প্রমুখ।শান্তি ও নিরাপত্তার জন্য আহ্বান জানিয়ে এলাকাবাসীরা আশা প্রকাশ করেন যে, শীঘ্রই তাদের সমস্যাগুলো সমাধান হবে এবং তারা নির্বিঘ্নে তাদের বসবাস করতে পারবেন।