সংবাদ ৭১ ডেস্ক
ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারমে এক মসজিদের ভেতরে অভিযান চালিয়ে পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। গত বৃহস্পতিবার ২৯ আগস্ট যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ইরান-সমর্থিত ইসলামিক জিহাদ আন্দোলনের একজন স্থানীয় কমান্ডার এবং অন্য চার জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি আইডিএফ-এর।
সামরিক বাহিনী আরও জানিয়েছে যে, আইডিএফ তুলকারম শহরের একটি মসজিদের চারপাশে পার্শ্ববর্তী নুর শামস শরণার্থী শিবিরের যোদ্ধাদের একটি নেটওয়ার্কের প্রধান আবু সুজা ওরফে মুহাম্মাদ জাব্বারকে হত্যা করেছে। হামলায় তার সঙ্গীরা-ও নিহত হয়।
এদিকে, নুর শামস ক্যাম্পে অভিযান চালানোর সময় ইসরায়েলি দখলদার সেনাদের গুলিতে ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় ছাত্র মাজদ দাউদ নিহত হয়েছেন।