খুলনা সদর থানায় নাগরিক নারী ঐক্যের নতুন কমিটি গঠন
তারিকুল ইসলাম আলভী
খুলনা নগরীর এমটি রোডের এক বাসভবনে শুক্রবার বিকেলে নাগরিক নারী ঐক্যের খুলনা সদর থানার কমিটি গঠন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী মোসাঃ আনোয়ারা জামান। সভার প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা ফুটবল দলের প্রশিক্ষক এবং সাবেক ছাত্রনেতা মোঃ মোস্তাকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর নারী ঐক্যের সদস্য সচিব পারভিন সুলতানা চুমকি।
সভায় সর্বসম্মতিক্রমে মোসাঃ আনোয়ারা জামানকে আহ্বায়ক এবং সুইটি আক্তারকে সদস্য সচিব হিসেবে নিয়ে খুলনা সদর থানার নাগরিক নারী ঐক্যের কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি মোঃ মোস্তাকুজ্জামান তার বক্তব্যে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি স্মরণ করেন হাজারো শহীদের আত্মত্যাগ, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই সাথে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, যেন অর্জিত গণতন্ত্র দুর্নীতিবাজদের হাতে ধ্বংস না হয়।
সভায় গগনবাবু রোডের জাহানারা ময়না দলীয় আদর্শের প্রতি অঙ্গীকার করে নারী ঐক্যে যোগদান করেন।