বিশেষ সংবাদদাতা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৪ জন হাসপাতালে মারা গেছেন এবং ৮৮ জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
পরিচালক বলেন, মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগেরই গুলির আঘাতে মৃত্যু হয়েছে। বিশেষ করে মাথায় ও বুকে গুলির কারণে তাদের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৮৫ শতাংশের ময়নাতদন্ত করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হয়ে যারা মারা গেছেন তাদের সব তথ্য রয়েছে। তাদেরকে ডেথ সার্টিফিকেটও দেয়া হয়েছে। তবে মৃত অবস্থায় আসা ব্যক্তিদের সঠিক তথ্য না থাকায় ডেথ সার্টিফিকেট দেয়া সম্ভব হয়নি বলেও জানান তিনি।