বিশেষ সংবাদদাতা
চৌগাছায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাও. মোঃ গোলাম মোর্শেদ, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি কমান্ডার মোনায়েম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, মাসুদুল হাসান, মেহেদি মাসুদ চৌধুরী, সিরাজুল ইসলাম, আতাউর রহমান লাল, নূরুল কদর, অবাইদুল ইসলাম সবুজ, শাহিনুর রহমান শাহীন, আবুল কাশেম, প্রধান শিক্ষক কামাল আহমেদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, উপজেলা ফরেস্ট আফিসার ফেরদৌস খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, জামায়াতের সাবেক আমীর মাও. মোঃ নূরুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমূখ। সভায় আইন শৃংখলা সমন্বিত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।