গ্রীষ্মের ছুটি শেষে বন্ধুদের সঙ্গে স্কুলে ফিরছিল আট বছর বয়সী শিশু সায়ান। হাসিঠাট্টা আর খেলার ছলে কাটছিল সময়, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল চিরচেনা স্কুল বাসটি। হঠাৎ ঘটলো বিপত্তি। বাস উল্টে সায়ানদের আনন্দের স্কুল যাত্রা বদলে গেলো শোকে।
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুলছাত্র সায়ান। চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের দুই সন্তানের মধ্যে সায়ান ছিল বড় সন্তান। ফুটফুটে সায়ানের এই মৃত্যুতে তার পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে। গ্রীষ্মের ছুটিতে তারা বাংলাদেশ ভ্রমণ শেষে ১৬ আগস্ট আমিরাতে ফিরে আসে। ছুটি শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) স্কুল খোলা হলে বাসে করে অন্যান্য শিক্ষার্থীদের মতো সায়ান ও সাইফান দুই ভাই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তের তথ্য মতে দ্রুতগতি, অবহেলা এবং চালকের অমনোযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।