আর জি কোর এ ডা: মৌমিতা দেবনাথ এর হত্যার প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে করঞ্জলি নাগরিক সমাজের পক্ষ থেকে আজ ধিক্কার মিছিল
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার ধর্ষিতা পশ্চিমবঙ্গ সাম্প্রতিক R G KAR মেডিকেল কলেজে মহিলা ডাক্তার খুন ও ধর্ষণের ঘটনা আবারো প্রমাণ করলো নারীরা অসহায় ও অসুরক্ষিত। এরই প্রতিবাদে আজ রবিবার সন্ধ্যায় করঞ্জলী নাগরিক সমাজের এর পক্ষ থেকে করঞ্জলি তে বিক্ষোভ ও ধিক্কার মিছিল কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ ও ধিক্কার মিছিল কর্মসূচিতে প্রত্যেক ব্যক্তি তারা বলেন মেডিক্যাল কলেজের ছাত্রী ধর্ষণ করে খুনের প্রতিবাদ সহ সারা দেশের পাশাপাশি বাংলায়ও প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে। সেই সব দুষ্কৃতীদের উপযুক্ত শান্তি প্রদান করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আর জি কোর মেডিকেল কলেজে মহিলা ডাক্তার খুন ও ধর্ষনের ঘটনায় জড়িত তাদের ফাঁসির দাবিতে এই প্রতিবাদ ধিক্কার মিছিল। এই কার্যক্রমে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করঞ্জলি নাগরিক সমাজের পক্ষ থেকে এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।