চৌগাছায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ
হিসেবে অবস্থান কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার
চৌগাছায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন হয়েছে। বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি স্থল ভাস্কার্য মোড়ে ও পুরাতন সোনালী ব্যাংক মোড়ে হাজির হতে থাকেন।
বিকেল চারটায় ভাস্কার্য মোড়ে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি হাজির হন শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুচ আলী দফাদার ও আতাউর রহমান লাল, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
বিএনপি নেতা প্রভাষক বিএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা বিএম আজিম উদ্দিন, প্রভাষক ড. জহুরুল ইসলাম, জহুরুল ইসলাম বাবু, মুসা খা, এসএম মিলন, মহিদুল ইসলাম, মাষ্টার শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, আজগার আলী, যুবদল নেতা আরিফুল ইসলাম ওয়াসিম, কামরুল ইসলাম, সোহেল আক্তার, জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা আজগার আলী, শাহানুর রহমান শাহিন, মনিরুল ইসলাম, ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, আব্দুল্লাহ, এসএম বাবু, মেহেদী হাসান শওন, আহসান হাবিব আপন প্রমুখ।
অপরদিকে পুরাতন সোনালী ব্যাংক চত্ত¡রে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সবেক চেয়ারম্যান এমএ সালামের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, তরিকুল ইসলাম ডবলু, মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
যুবনেতা সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুর রহিম, এ্যাড. আলীবুদ্দিন খান, আব্দুল লতিফ লতা, দোলোয়ার হোসেন, যুবনেতা আব্দুল মান্নান, মঈনউদ্দিন মঈন, সাইদুল ইসলাম রিংকু, ফারুক হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান, ছাত্রদলনেতা জসিম উদ্দিন, ইমন হোসেন রকি, হাকিম রেজা, মেহেরান হোসেন জিতু প্রমুখ।
এ সময় বিএনপি নেতা আব্দুল হাই, শাহ আলম, তৌহিদুর রহমান উজ্জ্বল, নজরুল ইসলাম, আতিয়ার রহমান, রবিউল ইসলামসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।