সিলেটের বিশ্বনাথে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সমন্বয়ে শোকসভা ও মিছিল পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক মিছিল বের করে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এসময় পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাসিয়া সেতু সম্মুখে এসে সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ এর সঞ্চালনায় আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে শোক সভায় ১৫ আগস্ট ও চলমান পরিস্তিতি নিয়ে বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ।
এসময় ইপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক মখদ্দছ আলী, পৌরসভা আ.লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, পৌর সভার প্যালেন মেয়র রফিক হাসান, কাউন্সিলর জহুর আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ.লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৗধূরী সেলিম, যুগ্ম আহবায়ক কবির আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কৃষকলীগ সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।