1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা বেআইনি: হাইকোর্ট | দৈনিক সংবাদ ৭১
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জামালপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসানের যোগদান চৌগাছায় এবি পার্টির উদ্যোগে অবহেলিত মানুষের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ স্বাস্থ্য সচিবের মতবিনিময় সভা থেকে জামায়াতের আনুষ্ঠানিক বর্জন রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে স্পষ্ট বার্তা ইরানের খুনিরা যে দলেরই হোক, আইনের আওতায় আনা হবে : ডিএমপি গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১১০ ফিলিস্তিনি দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির আশঙ্কা সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১১২, অস্ত্র ও গুলি উদ্ধার ১১ মাসে মিটফোর্ডের মতো সারাদেশে ঘটেছে ১১ হাজার সহিংসতা: নূর এক মাসের সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা বাগমারার শামীমা আক্তার

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা বেআইনি: হাইকোর্ট

বিশেষ সংবাদদাতা
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

আজ বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর এবং তথাকথিত নিরাপত্তার নামে হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্রুত মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির সময় এ মন্তব্য করেন।

আজ (৩০ জুলাই) হাইকোর্ট বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা বেআইনি।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর, এবং তথাকথিত নিরাপত্তার নামে হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্রুত মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির সময় এ মন্তব্য করেন।

আদালত বলেন, “তারা তো নিরাপত্তা চায়নি। এভাবে তাদেরকে আটক রাখা আইনবহির্ভূত। হয় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে, আর নাহয় তাদেরকে গ্রেফতার দেখিয়ে কোর্টে হাজির করতে হবে।”

রিটের শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, “গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কী আচরণ করবে, তা সিআরপিসিতে পরিষ্কার বলা আছে।”

আদালত আরও বলেন, “সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্ঈ্‌ আমরা কেউ সংবিধান, আইন মেনে চলছি না। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।”

আজ শুনানি শেষ হয়েছে এবং আদালত আগামীকাল (৩১ জুলাই) শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার অনীক আর হক, অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।

এর আগে গতকাল (২৯ জুলাই) সকালে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়।

জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মনজুর আল মতিন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।