ঝিকরগাছায় ডিজিটাল ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ঝিকরগাছায় বাংলাদেশ ডিজিটাল ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের (বিডিএলএসএ) কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে ঝিকরগাছা কাউন্সিল রোডে এক অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত প্যানেল কমিটি ঘোষনা করা হয়।
অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরান রশিদ, ডিসি অফিসের সার্ভেয়ার মো. মুকুল হোসেন, ঝিকরগাছা এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার মো. ফিরোজ আলম।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাশেদ আলী, সাধারণ সম্পাদক হয়েছেন মো. হযরত আলী।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি কেরামত আলী, সহ-সভাপতি শাহাজান আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রাজু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইদ্রিস হোসেন, প্রচার সম্পাদক বদরুল আলম, নির্বাহী সদস্য বাহারুল আলম বাচ্চু ও মোশারফ হোসেন।
এছাড়া উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন মো. মুকুল হোসেন, মো. ফিরোজ আলম, মো. নুরুল ইসলাম, মো. রহমত আলী, মো. জাহাঙ্গীর হোসেন।