ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এক যৌথ প্রতিবাদ বার্তায় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এ নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসলে ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিতে থাকে। একপর্যায়ে বিভিন্ন ক্যাম্পাসে নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা।
সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হলে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে নারীসহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়। এর আগে সকালে ইডেন কলেজের ছাত্রীদেরকে রুমে আটকে রেখে নির্যাতন করা হয়।
এছাড়াও বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাফিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ছাত্রলীগ সন্ত্রাসীরা। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।