বিয়ের আয়োজনে ছিল পোলাও-পনির। এ ছাড়া বিভিন্ন ধরনের সুস্বাদু সব কারিও ছিল। এমনকি বরকে যৌতুক হিসেবে কয়েক লাখ টাকা দেওয়া হয়। এরপরও বিয়ে ভেঙে গেছে। শুধু বিয়ে ভেঙে যায়নি, কনেপক্ষের লোকদের রীতিমতো লাঠি দিয়ে পিটিয়েছে বরপক্ষের লোকেরা।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। বরপক্ষের অভিযোগ, বিয়ের খাবারে মাছ ও মাংসের কোনো আইটেম রাখা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ কারণে বিয়েবাড়িতেই লেগে যায় হট্টগোল। কনেপক্ষের লোকদের ওপর চড়াও হয় বরপক্ষ। তাদের কিলঘুষিতে আহত হয় কয়েকজন। এমনকি লাথিও দেওয়া হয় কনেপক্ষের লোকদের।
এ ঘটনার পর কনেপক্ষের লোকেরা থানায় গিয়ে হয়রানির মামলা করে। এ ছাড়া বরপক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলাও করা হয়।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, কনেপক্ষের লোকদের পেটাচ্ছে বরপক্ষের লোকেরা। কনেপক্ষের দাবি, যৌতুক হিসেবে ৫ লাখ রুপি দিয়েছিল তারা।