আবার পরিবর্তন হলো পেঁয়াজের বাজার। প্রতিদিন, প্রতিনিয়তই, প্রতি ঘণ্টায় কিন্তু পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। সকালের দিকে টানের সাথেই বেচাকেনা হয়েছে পেঁয়াজ। আজ ১২ জুলাই ২০২৪ ইং, ২৮ আষাঢ় ১৪৩১ বাং, রোজ শুক্রবার। পাবনার চিনাখড়া, এবং সাঁথিয়ার ধুলাউড়ি হাটে প্রতিমণ পেঁয়াজ সকালের দিকে ৪২০০-৪৪০০ টাকায় বেচাকেনা হয়েছিল। পরে হাটে পেঁয়াজের আমদানি কিছুটা বাড়ার কারণে (১) ৪১০০-৪৩০০ টাকায় বেচাকেনা হয়েছে। প্রতি পেঁয়াজের পাইকারি দাম ১০৫-১১০ টাকা, ৪১ কেজিতে মণ।
(২) প্রতিমণ রসুন ৬২০০-৭৭০০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি রসুনের পাইকারি দাম ১৫৫-১৯৩ টাকা।
(৩) প্রতিমণ ২৮ ধান ১২৮০-১৩০০ টাকা।
(৪) প্রতিমণ ২৯ ধান ১২২০-১২৬০ টাকা।
(৫) এবং প্রতিমণ হাইব্রিড হীরা ধান ১১০০ টাকায় বেচাকেনা হয়েছে।