ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের মিরপুরের চারটি ফ্ল্যাট এবং ২ হাজার ৩৬৭ দশমিক ৭ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এছাড়া ১১৬টা ব্যাংক হিসাবের ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা এবং ২৩টা শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান।
দুদকের পক্ষে এই আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা উপ-পরিচালক আনোয়ার হোসেন।