গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।এসআই (নিঃ) কুমোদলাল দাস সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোছাঃ শিউলী আক্তার (৩২), স্বামী-আজিজুল ইসলাম, সাং-গান্দাছি, থানা-নাঙ্গলকোট, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৫ কেজি গাজা উদ্ধার করা হয়। এসআই (নিঃ) মাইনুল রেজা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রতারনা মামলার আসামী মোঃ আলিফ হোসাইন (২৬), পিতা-মোঃ আসাদুজ্জামান ওরফে আসাদ, মাতা-মাকসুদা বেগম, সাং- মীরগঞ্জ, মোঃ আনোয়ার হোসেন শাওন (২৪), পিতা-মজিবর রহমান, মাতা-আমেনা বেগম, সাং-গৌরীপুর, উভয় থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর’দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামীমন্তা (২৫), পিতা-কামাল, মাতা-মমতা বেগম, সাং-বলাশপুর নয়াপাড়া আখড়াকান্দা, থানা-কোতোয়ালী, লাভলু (২৩), পিতামৃত-শামসুল হক, মাতামৃত-খোদেজা বেগম, সাং-শ্যামপুর খসি হাজীবাড়ী (ভাসমান), থানা- মুক্তাগাছা, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কুমোদলাল দাস সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ইমরান (২০), পিতা-আবুল কাশেম, মাতা-আমেনা খাতুন, সাং-ভাটিকাশর বড়বাড়ী, থানা- কোতোয়ালী, মোঃ রাব্বী (২৭), পিতা-হযরত আলী, মাতা-হাওয়া বেগম, সাং-ত্রিশাল বাজার নূপুর সিনেমা হল সংলগ্ন, থানা-ত্রিশাল, উভয় জেলা-ময়মনসসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আজগর আলী সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী সুমন সরকার (৪০) পিতা-জীবন সরকার, সাং-উত্তর কয়রাকুড়ি, থানা-হালুয়াঘাট, এপি/সাং- আউটার স্টেডিয়াম জনৈক চিত্ত বাবুর বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা
হয়।
ইছাড়াও এএসআই (নিঃ) হুমায়ুন কবির-১, নুরুজ্জামান প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।