বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮ জুলাই। নবাগত এসকল শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই।
২৯ জুন ২০২৪ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৪ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন ১৫৭০ টি। এর বাইরে কোটার সংখ্যা ১২৬ টি।