গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে ৩০/০৬/২০২৪ খ্রি. তারিখ পুলিশ লাইন্স ড্রিলসেডে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পিপিএম সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ ইবনে মিজান, (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)গাইবান্ধা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।