দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে মোমবাতি, দেশলাই ও টর্চলাইট সঙ্গে আনার নোটিশটি প্রত্যাহার করেছে কলেজ কর্তৃপক্ষ।
শনিবার (২৯ জুন) টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের এক নোটিশে পরীক্ষার্থীদের এ নির্দেশ দেওয়া হলে সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ঝড় ওঠে। এ ঘটনায় রাতেই কলেজ কর্তৃপক্ষ সেই নোটিশ প্রত্যাহার করে নতুন আরেকটি নোটিশ জারি করে।
সেখানে বলা হয়, এতদ্দ্বারা মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ টাঙ্গাইল-এর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে মোমবাতি ও দেশলাই নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো এবং উক্ত নোটিশের ফলে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বিরূপ আবহাওয়া সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এটি বোঝার ভুল ছিল। আসলে নতুন অধ্যক্ষ হিসেবে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম ঝামেলা না হয় সেটিকেই বেশি প্রাধান্য দিতে গিয়ে এটি করেছিলাম। তবে রাতেই আবার নোটিশ প্রত্যাহার করে নতুন আরেকটি নোটিশ দিয়েছি।