ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে শহরের ভূষন স্কুল সড়কে এ মানববন্ধনের আয়োজন করে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে ক্রীড়া ফেডারেশনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলম, ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক জামির হোসেন প্রমুখ।
মেয়র আশরাফুল আলম বলেন, ঝিনাইদহ জেলা আ.লীগের দুজন নেতা এমপি আনার হত্যায় জড়িত। তাদের ব্যাপারে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে তাদের বহিষ্কার দাবি করেন তিনি।
উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী বলেন, কাজী কামাল আহমেদ বাবু তার স্বীকারোক্তিতে বলেছেন, তার তিনটা মোবাইল তার নেতাকে দিয়েছি। তাহলে কেন বাবুকে দিয়ে মোবাইল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। জেলার সেই শীর্ষ নেতাকে কেন মোবাইল উদ্ধারে আনা হচ্ছে না। দলের ঊর্ধ্বে কেউ নয়। একজন ব্যক্তি যদি অপরাধ করে সেটা তার নিজের ঘাড়েই বর্তাবে। দল তার দায়ভার নিবে না। জেলার দুই শীর্ষ নেতা এমপি আনার হত্যায় জড়িত। প্রধানমন্ত্রীর কাছে এমপি আনার হত্যায় আটক দুই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।