যশোরের চৌগাছা উপজেলা পরিযদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান দায়িত্বভার গ্রহন করেছেন। রবিবার কর্মদিবসের শুরুতে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর কার্যালয়ে কার্যক্রম শুরু করেন। দায়িত্বভার গ্রহন ও প্রথম কর্মদিবসে উপজেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপজেলার প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রাথমিক শিক্ষক সমিতি, স্বেচ্ছাসেবলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নবাগত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এক আনন্দঘোন পরিবেশের সৃষ্টি হয়।
দায়িত্বভার গ্রহন ও প্রথম কর্মদিবসের অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস, এম সাইফুর রহমান বাবুল, সিনিয়র আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, নবাগত মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, শাহিনুর রহমান শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ইব্রাহিম খলিল বাদল, তোতা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, আওয়ামীলীগ নেতা রেজওয়ান হাবীব আলিফ, শামসুর রহমান, দেওয়ান আনিসুর রহমান, শফিয়ার রহমান, আব্দুল মতলেব, ডাক্তার আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের, মুকুল হোসেন, আবু জাফর, সিদ্দীকুর রহমান, মান্নু, আখতারুজ্জামান মিলন, মামুন কবির, রফিকুল ইসলাম, শেখ আনোয়ার হোসেনসহ ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।