নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। কিন্তু বিএনপির সময়ে তারা এটা করেনি। হাওয়া ভবন ছিলো দুর্নীতির স্বর্গরাজ্য। ক্ষমতায় থাকতে খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলো, এখন তারা আবার এটার বিরোধিতা করছে। যে দলের শীর্ষ নেতারা দুর্নীতিতে অভিযুক্ত, তাদের মুখে দুর্নীতির কথা মানায় না।
কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে আজ ১৯ জুন বুধবার দুপুর ১২ টায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নব-নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার বিদেশীদের জন্য নয়, দেশের জন্য দেশের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে। মতায় থাকতে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস করে বর্তমানে জনবিচ্ছিন্ন বিএনপি এখন অযৌক্তিক কথাবার্তা বলছে।
হানিফ আরো বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক মর্যাদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে তা প্রমান হয়েছে।
বিএনপির নতুন নেতাদের কাছে অতীতের মত সন্ত্রাস নাশকতামূলক কর্মকান্ড পরিহার করে দেশের উন্নয়নে গঠনমূলক কর্মকান্ড প্রত্যাশা করছে জাতি বলে উল্লেখ করেন হানিফ।