রূপসা রিপোর্টার্স ক্লাবের মাসিক মিটিং ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। মাসিক মিটিং ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক শেখ।
২১জুন শুক্রবার বিকাল ৪টায় রূপসা থানা মোড়ে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি এস এম নুর ইসলাম, সাধারণ সম্পাদক খান মো: শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দীন শেখ, দপ্তর সস্পাদক ফালগুনি দাস, প্রচার সম্পাদক ফিরোজ শেখ, নির্বাহী সদস্য মিলন সাহা, আ. মান্নান শেখ, তরুন কান্তি পাইক, নাজমুল আলম মুন্না।
বক্তারা বলেন মূল ধারার সংগঠন রূপসা রিপোর্টার্স ক্লাব। সংগঠনটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সংবাদ প্রকাশ করে আসছে যেটা অব্যাহত থাকবে। এছাড়া সাংবাদিক নাজমুল আলম মুন্না ক্লাবে ব্যবহারের জন্য একটি বৈদ্যতিক বাল্ব উপহার দেন।