পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার (৭০) মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৬ জুন) বিকেলে মিনায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। আব্দুল গফফার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের বাসিন্দা।
মাওলানা আব্দুল গফফারের চাচাতো ভাই ও হজের সহযাত্রী কামরুল ইসলাম জানান, রোববার বিকেলে মিনায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুশখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম তার পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।