রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাংস খাওয়ার সময় গলায় আটকে ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ইমরান বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া আবুল কাসেমের ছেলে ও নারুয়া বাজারের ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস খওয়ার সময় ইমরানের গলায় আটকে যায়। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বলেন, গলায় মাংস আটকে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটানো স্থানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।