পবিত্র ঈদ-উল-আজহার অগ্রিম শুভেচ্ছা জানান মলংচড়া ইউনিয়ন এর চেয়ারম্যান নুরনবী শিকদার
রিয়াজ ফরাজি,ভোলা জেলা প্রতিনিধি
ভোলার তজুমউদ্দিন উপজেলা মলংচড়া ইউনিয়ন এর যুবসমাজের আইকন, রাজনীতি থেকে বেড়ে ওঠা, গরীব অসহায় মেহনতি মানুষের বন্ধু সৎ নির্ভীক, মানবিক এই রাজনীতিবীদ যুব নেতা ও একজন শিক্ষক মলংচড়া ইউনিয়ন পরিষদের স্বনাম ধন্য সফল চেয়ারম্যান মো.নুরনবী শিকদার ( বাবুল)তিনি তজুমউদ্দিন উপজেলা ও মলংচড়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ, এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য ও তার ইউনিয়নের সকল ওয়ার্ডের জন প্রতিনিধির সবাইকে পবিত্র ঈদ -উল-আজহার শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।
তিনি বলেন ত্যাগের মহিমায় ঈদ আপনাদের সবার জীবনে বয়ে আনুক হাসি, আনন্দ ও অনাবিল সুখ শান্তি, আপনারা সবাই আমার পরিবার, আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
তিনি আরও বলেন সকলের প্রতি আমার আন্তরিক দোয়া রইলো এবং মহান রাব্বুল আলামিনের নৈকট্যলাভে আপনার পরিবারের সকলের সঙ্গে ঈদের আনন্দ ও খুশি উপভোগ করুন! আপনাদের জন্য আন্তরিক শুভ কামনা রইলো।
” ঈদ মোবারক “