সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহি পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সহ সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মুখ সড়কে ঐ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়ার সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দের ব্যানারে আয়োজিত ঐ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক বলেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহি পরিষদের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটনা করা হয়েছে, আমরা কলারোয়ার আপামর হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, যখনই চেয়ারম্যান মহোদয়ের মেয়াদ পূর্ণ হয় তখনই একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে দেশের হোমিওপ্যাথিক নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে। আমরা এই বিশৃঙ্খলা চাই না। ডাঃ দিলীপ কুমার রায়ের অক্লান্ত পরিশ্রমে আমরা ডাক্তার পদবী ব্যবহারের সাংবিধানিক অধিকার পেয়েছি। দক্ষিণ এশিয়ার অন্যতম হোমিওপ্যাথিক সংগঠক ডাঃ দিলীপ কুমার রায়কে আবারও স্ব-পদে বহাল রাখার দাবি জানান তিনি।