যশোরের বাঘারপাড়ায় শতাধিক মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ৮ জুন শনিবার উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ হোসনে আরা তান্নির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোহম্মদ কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও বীরপ্রতিক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একশত মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের অথার্য়নে এ সাইকেল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।